Seo Master present to you:
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছিসবাই অনেকভাল আছেন।কিছু দিনআগে বাংলাদেশিকোম্পানি ওয়ালটনবাজারে আনেতাদের প্রথমএন্ড্রয়েড ওয়ালটন প্রিমো। এই সেটটিরকাটতি বেশভাল হয়েছে।আসলে ওয়ালটনবাংলাদেশের বাজারে মোবাইল মার্কেট ধরারজন্য এবংস্বল্প মূল্যেরস্মার্টফোনের বাজার ধরার জন্যই পরীক্ষামূলক ভাবেবাজারে ছাড়েএই "প্রিমো"। এবংএর সাফল্যেরকারণেই তারাআগামীতে আরওবেশ কয়েকটিএন্ড্রয়েড স্মার্ট ফোন বাজারে আনারঘোষনা দেয়।সেই সুত্রেআগামী জানুয়ারী২০১৩ এরপ্রথম দুইসপ্তাহের মধ্যেবাজার জাতশুরু করবেতাদের দ্বিতীয়স্মার্টফোন ওয়ালটন প্রিমো আর ওয়ান।এবং জানুয়ারীরমাঝামাঝি সময়েবাজারজাত করবেওয়ালটন প্রিমোজি ওয়ান।এই দুটিহ্যান্ডসেট আর প্রাইমারী লেভেলে থাকছেনা। এগুলোইন্টারমিডিয়েট রেঞ্জের বলা যেতে পারে।প্রথমেই থাকছেহ্যান্ডসেট দুটির ছবি।
Walton primo G1
Walton Primo R1
যেহেতু দুইটি সেটের অনেক ফিচারসেম তাইশুধুমাত্র যেখানে কনফিগারেশনে মডিফিকেশন আছেসেখানেই উল্লেখকরে একইকনফিগারেশন টেবিলে লেখা হচ্ছেঃ
১. অপারেটিংসিস্টেমঃ এন্ড্রয়েডআইসক্রিম স্যান্ডুইচ(৪.০)
২. স্ক্রীনসাইজঃ ৪.৩" (জি ওয়ান) এবং ৪.০" (আর ওয়ান) (IPS ডিসপ্লে) (৫ পয়েন্ট মাল্টিটাচ)
৩. রেজ্যুলেশনঃডব্লিউভিজিএ (৪৮০x৮০০ পিক্সেল্স)
৪. প্রসেসরঃ ১.০ গিগা হার্টজ ডুয়েল কোর (জি ওয়ান) এবং ১.২১ গিগা হার্টজ ডুয়েল কোর (আর ওয়ান)
৫.Ram: 512 MB
৬. Rom: 4 Giga Bite.
৭. জিপিইউঃPowerVR SGX531
৮. নেটওয়ার্কঃ৩জি+জিএসএম
৯. কানেক্টিভিটিঃব্লু-টুথ৪.০এইচএস, এ২ডিপি, ওয়াইফাই, ৩জি, এড্জ, জিপিআরএস
১০. ক্যামেরাঃ৫.০ মেগা পিক্সেল(জি ওয়ান) এবং ৮.০ মেগা পিক্সেল (আর ওয়ান) উভয় ক্যামেরাই অটোফোকাসিং সমর্থনকরে ; সেইসাথে আছেভিজিএ ভিডিওকল ক্যামেরা।
১১. রেকর্ডিংঃভিডিও ৭২০পি(১২৮০x৭২০পিক্সেল্স)
১২. ফটোরেজ্যুলেশনঃ২৫৬০x১৯২০(জি ওয়ান) এবং ৩২৬৪x২৪৪৮(আর ওয়ান)
১৩. ব্যাটারীঃ ১৮০০ mAh এবং ১৫০০ mAh
১৪. সেন্সরঃকম্পাস, এক্সিলেরমিটারসেন্সর, লাইটসেন্সর, প্রক্সিমিটিসেন্সর, ওরিয়েন্টেশনসেন্সর।
১৫. জিপিএসঃ এ-জিপিএসসাপোর্ট
১৬. এফএমরেডিওঃ ওয়্যারলেসএফএম সেইসাথে রেকর্ডিংএর ব্যবস্থা।
মূল্যঃ এখোনও জানানো হয়নি তবেযেহেতু সিম্ফোনী৯৪৯০ টাকায়এক্সপ্লোরার ডব্লিউ৬০ ছেড়েছে আশা করাযাচ্ছে প্রিমোজি ওয়ানএর মূল্য১০ হাজারটাকার মধ্যে(৯৪৯০ হওয়ারসমূহ সম্ভাবনাআছে) এবংপ্রিমো আরওয়ান এরমূল্য ১৫০০০এর মধ্যেহওয়ার সম্ভাবনাআছে। দেখাযাক শেষপর্যন্ত কিহয়।
প্লাস পয়েন্টঃযদি অনুমানকৃত মূল্যেরমধ্যে হয়তবে বলাযায় বেশভাল মানেরমোবাইল হিসেবেওয়ালটন খুবশীঘ্রই বাজারেজায়গা করেনিতে পারবে।ডুয়েল কোরপ্রসেসরের হওয়ায় বেশ ভাল গতিরহবে বলেমনে হচ্ছে।IPS ডিসপ্লে এবং ডব্লিউভিজিএ রেজ্যুলেশন হওয়ায়ঝকঝকে ছবিফুটে উঠবেএর পর্দায়।৩জি সুবিধাথাকায় এবংফ্রন্ট ক্যামেরাথাকায় টেলিটক৩জিকে খুবভালই কাজেলাগাতে পারবেনসাধারণ ব্যবহারকারীগণ।পাওয়ার ভিয়ারএসজিএক্স৫৩১ ৩ডি গেম খেলার জন্যবেশ ভালকাজে লাগবেআশা করাযায়। সেইসাথে প্রায়সব ফিচারথাকায় একেবেশ ভালমার্কিং করতেহচ্ছে।ওয়ালটনের কাছেযা জানাগেছে তাথেকে প্রসেসরকোয়ালকমের এ ব্যাপারে নিশ্চিত হওয়াগেছে। ওয়ালটনপ্রিমো জিওয়ানে বেশভাল ব্যাকআপএর ব্যাটারীব্যবহার করাহয়েছে। ওয়্যারলেসএফএম এবংরেকর্ডিং সুবিধাথাকায় এফএমভক্তদের মনজয় করতেপারবে বলেআশা করাযাচ্ছে। ওয়ালটনপ্রিমো আরওয়ানের ক্যামেরায়ওঠানো ছবিশেয়ার করাহয়েছে তাথেকে বোঝাযাচ্ছে ক্যামেরাটিবেশ ভালমানের।
মাইনাস পয়েন্টঃ মূল্য যদি নাগালেরমধ্যে নাহয় তবেশুধু সেটাকেইমাইনাস পয়েন্টবলতে হবে।এছাটা আইসক্রিমস্যান্ডুইচের প্রকৃত মজা পাওয়ার জন্য৫১২ মেগাবাইট র্যাম খুবকম। সেইসাথে ইউজারএভেইলেবল র্যাম মেমরি/ রম মেমরিসম্পর্কে কিছুবলা হয়নি।যদি ৫১২লেখার জন্যলেখা হয়েথাকে তবেআপনি সর্বোচ্চ৪৫০ মেগাবাইট পেতেপারেন। আররম যদিসিম্ফোনী এক্সপ্লোরারডব্লিউ ১০০এর মতহয় তবেতা ৫০০মেগা বাইটেরমত হতেপারে। এমনহলে নিশ্চয়অনেকেই চাইবেনাএই হ্যান্ডসেটকিনতে। যাইহোক এতক্ষনযা বললামতা একান্তইনিজস্ব মতামত।এখন দেখারপালা ঠিককবে আরকত মূল্যেবাজারে আসেএই স্মার্টফোনদুটি। তবেআশা থাকবেযে এগুলোরমূল্য হাতেরনাগালেই থাকবে।
সুত্রঃ ওয়ালটন
আজ এপর্যন্তই। সবাই ভাল থাকবেন সুস্থথাকবেন। এইকামনায় বিদায়নিচ্ছি। আল্লাহহাফেজ।
2013, By: Seo Master